সন্দ্বীপের অনেক জ্ঞানী এবং গুণী ব্যাক্তিত্ব রয়েছেন যাহারা মোগল আমল থেকে সন্দ্বীপের শিক্ষা , সংস্কৃতি রাজনীতি , ব্যবসা , এবং আর্থ সামাজিক পর্যায়ে অনেক অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এবং ভিবিন্ন শাসন আমলে রাষ্ট্রীয় ভাবে তাঁতের ভালো কর্ম ফলের স্বীকৃতি পেয়েছেন । আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সন্দ্বীপের কিছু সফল ও জনপ্রিয় মানুষের জীবনী তুলে ধরার চেষ্টা করব। সন্দ্বীপের ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রতিভাবান লেখক যেমন ডঃ রাজীব হুমায়ুন এবং সন্দীপ উন্নয়ন ফোরাম কর্তৃক রচিত দ্বীপের চিঠি এবং , সাম্প্রতিক সময়কার অত্যন্ত কিছু গুণী লেখক যেমন আবুল কাশেম হায়দার, এবং ডঃ মোহাম্মদ আব্দুর রহিম (পিএইচডি) লিখিত কিছু তথ্য থেকে সংগ্রহ করে উপস্থাপন করার চেষ্টা করেছি।