আদালত ভবন
মুনসেফ ভবন
রাহমতপুর খাদ্য গুদাম
সন্দ্বীপ টাউন কলা ভবন
আদালত দীঘির পাড়
সন্দ্বীপ টাউন হাসপাতাল
সাওঁতাল খাল বাঁশের সাঁকো
কার্গিল ব্রিজ
সন্দ্বীপের এইসকল প্রশাসনিক ভবন এবং স্থাপনা গুলো ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল । দৃষ্টি নান্দনিক এই স্থাপনা গুলো সন্দ্বীপ শহরের ঐতিহ্য বহন করে আসছিল । কিন্তু ১৯৯১ সালের পরে মেঘনার উত্তাল ঢেউয়ের মাঝে সন্দ্বীপের আদালত প্রাঙ্গনের ঐতিহ্য নদী গর্ভে বিলীন হয়ে যাই ।