ফুল বিবি সাহেবানি মসজিদ
ফুল বিবি সাহেবানি মসজিদ
ফুল বিবি সাহেবানি মসজিদ সন্দ্বীপের ইতিহাস ও ঐতিহ্য।এটি সন্দ্বীপের প্রাচীন ঐতিহাসিক 'ফুলবিবি সাহেবানী মসজিদ'।মসজিদটি ১৯৮১ সালের ২৯ শে জুন নদী গর্ভে বিলীন হয়ে যায়। মরিয়ম বিবি ছিলেন দিলাল রাজার কন্যা, অন্যদিকে ফুল বিবি ছিলেন দিলাল রাজার নাতি জুনুদ খাঁর নাতনি। ফুল বিবির ভাই আবু তোরাব চৌধুরী হরিশপুরে এক প্রকাণ্ড রাজবাড়ী নির্মাণ করেন। এই বাড়ির সামনেই প্রসিদ্ধ চৌধুরীর বাজার( চারি আনির হাট) অবস্থিত। এই বাড়ির সামনেই ছিল ফুল বিবি সাহেবানি মসজিদ। রাজকুমার চক্রবর্তী ও অনঙ্গ মোহন দাস রচিত “সন্দ্বীপের ইতিহাস” বইয়ে এই মসজিদের নির্মাণ সাল উল্লেখ আছে ১৭৭৪ইং। কিন্তু সিহাব উদ্দিন তালিশ তার “ ফাতেহা আসাম” বইটি রচনা করেন ১৬৬৩ ইং এ, ওই বইয়ে ফুল বিবি সাহেবানি মসজিদের উল্লেখ ছিল। তাহলে এটাই প্রমানিত হয় এটি ১৬৬৩ ইং এর আগে নির্মিত হয়। কেউ কেউ বলেন ফুল বিবি দিলাল রাজার মেয়ে ছিলেন, কিন্তু কোন ইতিহাসে এর প্রমান পাওয়া যায়না।
মরিয়ম বিবি সাহেবিনী মসজিদ